কে এম শামছুদ্দোহাঃ ফ্যাসিস্ট সরকারের পতনের পর, পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দেড় যুগ পর মুক্ত বাতাসে কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের মাঝে এবারের ঈদুল ফিতরের পর ঈদুল আযহাও ছিল এক ব্যতিক্রমধর্মী উৎসবের। সেই সুবাদে মুক্ত পরিবেশে নিজ নিজ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ উদযাপন করে কর্মী সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির অনেক হেভি ওয়েট নেতা। বরিশাল -৫ আসনে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক হুইপ ও মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার কর্মী সমর্থকদের সাথে বরিশালে ঈদ-উল আযহা উদযাপন করেন। মজিবর রহমান সারোয়ার সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদুল আযহার নামাজ শেষে বরিশাল নগরীর কাউনিয়ার নিজ বাসভবনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় মজিবর রহমান সরোয়ার, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।