প্রয়াত অধ্যক্ষ ড. এমরানুল হক এর কর্মস্থলে দোয়া অনুষ্ঠানে প্রিয় মানুষটিকে স্মরণ করতেই অঝোরে কাঁদলেন সবাই -সময়ের পরিবর্তন
Reporter Name
প্রকাশিত :
শনিবার, ২৪ মে, ২০২৫
নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা’র প্রয়াত অধ্যক্ষ ও দৈনিক সংবাদ সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মো: এমরানুল হক (রহ.) এর রুহের মাগফিরাত কামনায় গতকাল মরহুমের স্বপ্নের কর্মস্থল মাদ্রাসা মিলনায়তনে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ইসলামী চিন্তাবীদ শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও দরবারের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ লোকমান শেখ, মাওলানা অলিউল্লাহ হেলালি, মরহুমের পিতা আলহাজ্ব মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার ও মরহুমের একমাত্র পুত্র সন্তান ছাহাল মাহমুদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। মরহুম আলহাজ্ব মাওলানা এমরানুল হককে নিয়ে প্রধান অতিথির স্মৃতিচারণ কালে পুরো অনুষ্ঠান স্থল শোকেস্তব্ধ হয়ে যায়। এসময় কারো চোঁখের অশ্রু ধরে রাখা সম্ভব হয়নি, সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন।