নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ এপ্রিল রবিবার সকাল ১০ টায় জেলা ক্রীড়া অফিস বরিশাল এর আয়োজনে বরিশাল কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালায়াধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস, বরিশাল এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় (অনূর্ধ্ব-১৫) স্কুল ছাত্রদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও খেলোয়াড়বৃন্দরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার অতিথি মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রশিক্ষণার্থী দের মাঝে জারিস বিতরণ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।