নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ডের দক্ষিণ জাগুয়া কালিজিরা বাজার এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা ও অহেতুক হয়রানির অভিযোগ উঠেছে।এবিষেয় ভুক্তভোগী মোঃ জলিল হাওলাদার গণমাধ্যমের মাধ্যমে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত ২৪ফেব্রুয়ারি মোঃ জলিল হাওলাদার হয়রানি মূলক মামলায় তার সন্তানদের নিয়ে আদালতে হাজিরা দিতে এসে সংবাদকর্মীদের কাছে অভিযোগ তুলে বলেন, মৃত লেহাজ উদ্দিন হাওলাদার এর পুত্র হানিফ হাওলাদার আমার জায়গা জমি অবৈধভাবে ক্ষমতার জোরে দখল করে রেখেছে। হানিফ হাওলাদার এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত একজন মামলা বাজ। হানিফ আমার এবং আমার সন্তানদের নামে তার স্ত্রী পাখি-কে দিয়ে মিথ্য মামলা দিয়েছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। গত (৫ফেব্রুয়ারি) কোটে হাজিরা দিতে এলে আমি সহ আমার তিনি ছেলেকে প্রানাশের হুমকি দেয় হানিফ গংরা। জলিল হাওলাদার এ মামলাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন।