নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত । সংগঠনটি জনসেবা মূলক জনহিতকরণ কাজ প্রায় সময়ই করে থাকে, এতে প্রশংসার দাবিদার। বিবিএসপি’র প্রোগ্রামগুলো অত্যন্ত সামাজিক এবং জনবান্ধব প্রোগ্রাম। আজ তার ধারাবাহিকতায় প্রচন্ড শীতের মাঝে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করায় বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পরিবারকে ধন্যবাদ জানাই। তাছাড়া আপনারা আপনাদের এই ভালো কাজগুলো অব্যাহত রাখবেন, সমাজের সাধারণ মানুষের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি। গত ৮জানুয়ারি (বুধবার) বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা, দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক, দি বরিশাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন তার বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সভাপতি ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কে এম শামছুদ্দোহা তার বক্তব্যে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সাধারণ অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। যা আগামীতেও অব্যাহত থাকবে -ইনশাআল্লাহ। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পরিবার সাংবাদিকদের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আজ ঐক্যবদ্ধ। বিবিএসপি সভাপতি দেশের সকল সাংবাদিক সংগঠনকে সাধ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনা সভা, কম্বল বিতরণ, কেক কাটা, সাংস্কৃতিক সন্ধ্যা ও খানাপিনার আয়োজন সহ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত বিবিএসপি এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জসিম রানা, সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সাধারন সম্পাদক আল আমীন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিএম বেলাল। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির জোমাদ্দার, মোঃ জসিম উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তারেক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.এম এ জলিল, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বপন মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন বেগম, তালুকদার শাহাদাত, সহ-প্রচার সম্পাদক আঃ রহমান, মোঃ রবিউল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সুভাষ সরকার মন্টু প্রমুখ।