বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের বার্ষিক সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন
Reporter Name
/ ৬২
জন পড়েছেন
প্রকাশিত :
শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ সদস্যদের যে কোন সংকটময় মুহূর্তে বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পরিবার পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সদস্যরা আজ একটি পরিবারের হয়ে আত্মার আত্মীয়তে পরিণত হয়েছে। যা বার্ষিক সম্মেলন ও মিলন মেলা ২০২৪ এর মাধ্যমে আবারো প্রমাণিত হলো। গত ২০,২১ ও ২২শে ডিসেম্বর সাগর কন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের তিনদিন ব্যাপী বার্ষিক সম্মেলন ও মিলন মেলার প্রধান অতিথি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কে এম শামছুদ্দোহা তার বক্তব্যে এ কথা বলেন। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ প্রমাণ করে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের এই ঐক্য অটুট থাকলে কোন অপশক্তি আপনাদের দিকে চোখ রাঙাতে সাহস পাবে না। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ পেশাদার সাংবাদিকদের সংগঠন। এখানে কোন চাঁদাবাজদের স্থান নেই। শামছুদ্দোহা আরো বলেন, আমাদের নিয়ে কেউ সমালোচনা করলে আমরা তাতে মোটেও বিচলিত নই । কেননা আমাদের সততা আদর্শের কাছে সমালোচকরা বারবার হেরে যায়। বরং তাদের সমালোচনার মধ্যে থেকেও আমরা কিছু গ্রহণ করার সুযোগ পাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের প্রথম কাজ হচ্ছে সংগঠনের সদস্যদের সুরক্ষা দেয়া। দ্বিতীয় কাজ হচ্ছে সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবধ্য হয়ে জাতীয় ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করা। আগামীতে বিবিএসপিকে সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বাগ্রে দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিবিএসপি সভাপতি বলেন, আপনারা দেখেছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সদস্যদের অর্থায়নে ইতিমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজের আনজাম দিয়ে আসছি। দেশের যেকোন দুর্যোগময় মুহূর্তে আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যা সাংবাদিক সংগঠন হিসেবে বিরল ঘটনা। আগামীতেও আপনাদের সহযোগিতা থাকলে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে -ইনশাআল্লাহ। বিবিএসপি এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইউসুফ আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ জসিম রানা, সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সহ-সভাপতি সাইফুল মৃধা, সাধারন সম্পাদক আল আমিন আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এ্যাড. হারুন অর রশিদ, শওকত সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ, মোঃ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বিএম বেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির জোমাদ্দার, মোঃ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তারেক হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী জাহিদ, আব্দুর রশিদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ মোরশেদ আলম ভূইয়া, মোঃ কবির, মোঃ মিজানুর রহমান,মোঃ ইকবাল হোসেন নয়ন, মোঃ হাছনাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিবিএসপি এর বার্ষিক সম্মেলন ও মিলনমেলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ইমন খান ও তার দল। এছাড়া সংগঠনে সদস্যরাও গান গেয়ে মাতিয়ে তুলেছিল পুরো অনুষ্ঠান স্থল ।