• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারী গৌরনদীর রিয়াদ -সময়ের পরিবর্তন বরিশালে এম ই পি গ্রুপে’র কারখানায় হামলায় ও ভাঙচুরের ঘটনায় ৯জনের কারাদণ্ড -সময়ের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় -শ্রমিক সমাবেশে তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর নাতি আব্দুল্লাহ’র ইন্তেকাল -সময়ের পরিবর্তন সৎ নেতৃত্বে সুন্দর দেশ -সময়ের পরিবর্তন বরিশালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  আমি মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করেছি সেখানে পার্ক করা হয়েছে -সরোয়ার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  গৌরনদীতে প্রবাসী সেলিম মোল্লার বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট -সময়ের পরিবর্তন  আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন 

ভোলা-চরফ্যাশন মহাসড়কে তিন চাকার স্ট্যান্ড॥ দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা -সময়ের পরিবর্তন

Reporter Name / ৮৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নাহিদুল ইসলাম নাঈম, চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৫টি স্পর্ট জুড়ে তিন চাকার স্ট্যান্ড দখল করায় ঢাকা-বরিশাল এবং আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী দুরপাল্লার বাসগুলো যানজটে আটকে থাকছে ঘন্টার পর ঘন্টায়। পথোচারীরা চলাচলে ভোগান্তি প্রহাতে হচ্ছে। রোগীরা হাসপাতাল যেতে দুর্ভোগে পড়ছে। তিন চাকার যান মহাসড়কে চলাচল ‘নিষিদ্ধ’ থাকলেও শহরের মূল সড়কগুলোর জনতা রোডের পশ্চিম পাথা ভোলা টু চরফ্যাশন মহাসড়ক,মেইন সড়কে, থানা রোড, শরীফপাড়া স্টেলের ব্রীজ জুড়ে,হাসপাতাল সড়কের মাথায় এ সকল স্ট্যান্ড। আর তিন চাকার যানের দাপটের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রাণহানির ঘটনা অহরাহর ঘটেছে।
ব্যবসায়ীরা বলছেন, দোকানের সামনে ফুটপাতের দোকান,তার সামনে দাড়িয়ে থাকে রিকসা, কাস্টমার দোকানে ঢুকতে পারছেনা। কে শুনে কার কথা!
সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপর ২০১৯ সালে উচ্চ আদালত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে তিন চাকার বাহন না চালানোর নির্দেশ দেন। এই সিদ্ধান্ত শুধু কাগজে-কলমেই রয়েছে বলে দেখা গেছে।বাস্তবে দেখা গেছে তারা আরো বেপরোয়া। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাই শহরের মধ্যে স্ট্যান্ড করে দাবরিয়ে বেড়াচ্ছে। আবার বিভিন্ন ক্রসিং দিয়ে প্রতি মুহূর্তেই এপার-ওপার চলাচল করছে নিষিদ্ধ তিন চাকার যান। নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে শহরের মেন স্পর্টে স্ট্যান্ড করে দখল করে রাখছেন জানতে চাইলে তারা বলেন, আমাদেরকে পৌরসভা থেকে নির্দিষ্ট স্ট্যান্ড করে দেখ। নিষিদ্ধ এটা আমরা জানি না। রিকসা ড্রাইবারের গর্বের সাথে জানান, আগে টেক্স, চাদা দিতে হত এখন এগুলো দিতে হয় না, স্বত্ত্বিতে আছি। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, আমরা বিষয়টি নিয়ে কঠোর হচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, আমি মাত্রই শুনেছি মেনশহর জুড়ে রিকসা ষ্ট্যান্ড। পথোচারী এবং সড়কে বাস চলাচলে বিঘ্নসৃষ্টি হয় এমন স্ট্যান্ড দেয়া যাবে না। আমি খোঁজ-খবর দিয়ে ব্যবস্থা নিচ্ছি।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১