নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ৭ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে, জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী তথ্য মেলার ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক বিভাগীয় স্বাস্থ্য বরিশাল ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, পরিচালক দুর্নীতি দমন কমিশন বরিশাল মোঃ মোজাহার আলী সরদার, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল অধ্যক্ষ (অবঃ) গাজী জাহিদ হোসেন, ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিল এনগেজমেন্ট টিআইবি মোঃ ফিরোজ উদ্দিনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিক কমিটি সনাক এবং ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও দুইদিনব্যাপী মেলায় বিভিন্ন বিষয়ের প্রতিযোতিায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।