কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গত শনিবার দুপুরে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহাগ ওই গ্রামের আবু সালেহর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহাগের সঙ্গে একই এলাকার বাসিন্দা বাবুল আকনের মেয়ে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সুমাইয়াকে ধর্ষণ করেছেন সোহাগ। শনিবার দুপুরে পুনরায় একই উদ্দেশ্যে সুমাইয়ার বাড়িতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
পরে সুমাইয়া নিজে বাদী হয়ে মহিপুর থানায় সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ সোহাগকে আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।