নাহিদুল ইসলাম নাঈম চরফ্যাশন প্রতিনিধিঃ
আর কত মৃত্যু হলে সড়ক দুর্ঘটনা কমবে
মোটরসাইকেল ও মালটানা টমটমের মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইমন(১৬) নিহত এবং হোন্ডা থাকা তার আরো দুই বন্ধু নাছির ও সিয়াম রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আধুনিক বাস টার্মিল সংলগ্ন চরফ্যাশন টু ভোলা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩জনকে মারাত্মক জখম অবস্থা উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। বাকি ২জনের মধ্যে নেছার উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেপার করেন। তারা ৩জনেই মাদ্রাসাই ছাত্র।
প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা ৩বন্ধু মিলে জনতা বাজার থেকে ওয়াজ শুনতে যাওয়ার পথে চরফ্যাশন থেকে আসা টমটমের মুখামুখি সংঘর্ষ বাধে। নিহত ও আহতরা হলেন চরফ্যাশন উপজেলা দুলারহাট থানা নীল কমল ইউনিয়নে মোঃ কালাম ড্রাইবারের ছেলে মোঃ ইমন, ওসমানগঞ্জ ইউনিয়নের আনসার আলী ছেলে সিয়াম ও বোরহান উদ্দিন থানা বরমানিকা ইউনিয়নের ইলিয়াছ আলীর ছেলে নেছার উদ্দিন।
স্থানীরা জানান, চরফ্যাশন পৌরসভার ময়লা আধুনিক বাসটার্মিনালের পাশে চরফ্যাশন টু ভোলা মেন সড়কের দু’ পাশে স্তুপ করে রাখায় কুকুরসহ বিভিন্ন প্রাণী রাস্তা দৌড়া দৌড়ি করতে গিয়ে মোটরসাইকেলের তলে পড়ে হোন্ডার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণদিকে থেকে আসা মালবোঝাই টমটমের বিতরে ঢুকে পড়ে। হোন্ডা চালক সিয়ামের মাথা খন্ডবিখন্ড হয়ে মাথার মজক বে হয়ে যায়। ঘটনাস্থলে চালক নিহত হলেও বাকি দু জনের অবস্থা আসংখ্যাজনক। তাদের মধ্যে নাছির মুতুর সাথে পাঞ্জা লড়ছে। ধারনা করা হচ্ছে তাকে বাচানো সম্বব নয়। এদিকে তাদের অবস্থা বেগতি দেখে টমটমের ড্রাইবার দৌড়িয়ে পালিয়ে যায়। চরফ্যাশন থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে মোটরসাইকেল ও টমটম (গাড়ি) থানা আটক রাখে।
চরফ্যাশন থানা ওসি মিজানুর রহমান হাওলাদার সড়ক দুর্ঘটনা নিহতের বিষটি নিশ্চিত করে বলেন,বেপরোয়া গাড়ি চালানোর কারণে দিন দিন মত্যুর ঝুকি বাড়ছে।