লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে লালমোহন উপজেলা আমীর মুহাদ্দিস মাওঃ আবদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দীন খান রাজী, বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ভোলা জেলা আমীর মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওঃ মোঃ হারুনুর রশিদ, দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মোঃ আখতার হোসাইন। অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, মোঃ সফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব মোঃ জাকির ইমরান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদেরকে মসজিদের ইমামতির পাশাপাশি সমাজের ইমামতির দায়িত্ব নিতে হবে। ৫ ই আগষ্টের বিজয়ে উদ্বেলিত হয়ে লাভ নেই। বৈষম্যহীন সমাজ বিনির্মানে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীদের দেখেই মানুষ যেন ইসলামের পরিচয় খুজে পায়।সবশেষে কর্মীদের মধ্য থেকে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি।