নাহিদুল ইসলাম নাঈম,চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন পৃথক পৃথক ভাবে জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিব ঐতিহাসিন ৭নভেম্বর সকাল ১০টায় চরফ্যাশনের কৃতিসন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা র্যালিতে অংশ নেন। র্যালি শেষে উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে জেলা বিএনপি সদস্য মমিনুল ইসলাম বুট্রু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়সর আহমেদ কমল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, যুববিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার বক্তৃতা করেন। বক্তরা বলেন, চরফ্যাশনের কৃতিসন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে ভোলা ৪আসনে মানবিক বিএনপি গড়ে তুলতে কাজ করছেন। নয়নকে নির্বাচিত করার আগ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো।