• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ -মজিবর রহমান সরোয়ার  বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি উদ্বোধন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “শক্তি” -সময়ের পরিবর্তন তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে -সরোয়ার  আমরা সবাই একে-অপরের পাশে থেকে  দুর্গোৎসব পালন করবো -মজিবর রহমান সরোয়ার বরিশালে মজিবর রহমান সরোয়ারের নামে ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদের ঝড়  শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  বরিশালে হিসাব কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চলছে চক্রান্ত -সময়ের পরিবর্তন  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতখানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন -সময়ের পরিবর্তন 

Reporter Name
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার দৌলতখান উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দৌলতখান এর উদ্যোগে সীরাতুন নবী (স.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৪ দিন ব্যাপি অনুষ্ঠানমালার আওতায় স্কুল, কলেজ, আলিয়া ও কওমী মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসলামিক সাংস্কৃতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের ৩টি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন সক ১.ক’ গ্রুপ: স্কুল/আলিয়া মাদরাসার ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি ও কওমী মাদরাসা সমমানের (তাইসির থেকে নাহবেমীর) ছাত্র-ছাত্রী। ২. খ’ গ্রুপ: স্কুল/আলিয়া মাদ্রাসার ৭ম থেকে দশম শ্রেণি ও কওমী মাদ্রাসা সমমানের (হিদায়াতুল্লাহ থেকে শরহে বেকায়াহ) ছাত্র-ছাত্রী। খ’ গ্রুপ: বিশ্ববিদ্যালয় এবং আলিয়া ও কওমী মাদ্রাসা (অনার্স) দি এ. মাস্টার্স, আদিম, ঘারিল, কামিল, আললাইন, মেশকাত ও দাওরায়ে হাদিস) সমমানের ছাত্র- ৪. কিরা’আত। ‘ক’ গ্রুপ। সূরা লাহাব, নাছর ও কাফিরূন (অর্থ সহ)। খ’ গ্রুপ: সূরা ফিলঝাল, হুমাযাহ ও কুরিয়াহ (অর্থ সহ)
খ’ গ্রুপ। সূরা তাকাছুর, মতিন ও ফীল (অর্থ সহ) (প্রত্যেক গ্রুপের জন্য যেকোনো একটি সূরা)
(১) হিলফুল ফুজুলের আলোকে যুব সমাজের করণীয়। (২) রসূল (স.) এর সামাজিক ও অর্থনৈতিক জীবন। (৩) রসূল (স.) এর শৈশব কাল। (৪) নারীর অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর অবদান। (১০০০ শব্দের মধ্য) ৫. উপস্থিত বক্তৃতা। খ’ গ্রুপ: (১) পরমত সহিষ্ণুতায় ইসলামের দৃষ্টিভঙ্গি। (২) প্রতিবেশির হক আদায়ে বিশ্বনবী (স.) এর দৃষ্টান্ত উপস্থাপন।
(৪) সত্যবাদিতায় রসূল (স.) এর শ্রেষ্ঠত্ব।
(৩) রসূল (স.) এর আতিথেয়তা।
(৫) পিতা-মাতার। হক বা অধিকার প্রনয়ণে রসুল (স.) এর ভূমিকা।
(২) মদীনা সনদের আলোকে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে মহানবী (স.) এর শিক্ষা’।
(৩) সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর ভূমিকা। (১৫০০ শব্দের মধ্যে)।
‘গ’ গ্রুপ: (১) আত্মশুদ্ধি অর্জনে মুহাম্মাদ (স.) এর আদর্শ। (২) মাদক নির্মূলে ইসলামের নির্দেশনা। (৩) নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা। (৪) সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর ভূমিকা। (৫) সন্ত্রাস দমনে আল-কুরআনের নীতিমালা।
সাংস্কৃতিক প্রতিযোগীতায় মোট ৪১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তন্মধ্যে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে মোট ৪৬ টি পুরস্কার প্রাপ্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী এর সভাপতিত্বে মডেল মসজিদের পেশ ইমাম মুফতি ইমাম মোঃ রেযাউল বুরহানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, হাজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মো. মহসিন, দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ. মাওঃ আব্দুস সামাদ, ছাকিনা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার ও সাধারণ সম্পাদক উপজেলা মডেল মসজিদ, দৌলতখান। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর