• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ -মজিবর রহমান সরোয়ার  বরিশালে ই‌লি‌শের প্রধান প্রজনন মৌসু‌মে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযান উপল‌ক্ষ্যে নৌ র‌্যা‌লি উদ্বোধন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “শক্তি” -সময়ের পরিবর্তন তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে -সরোয়ার  আমরা সবাই একে-অপরের পাশে থেকে  দুর্গোৎসব পালন করবো -মজিবর রহমান সরোয়ার বরিশালে মজিবর রহমান সরোয়ারের নামে ফেক আইডি থেকে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদের ঝড়  শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  বরিশালে হিসাব কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চলছে চক্রান্ত -সময়ের পরিবর্তন  ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত -সময়ের পরিবর্তন  ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে শাওন বাজারের সভাপতির বিরুদ্ধে কোটি টাকা ও জমি আত্মসাৎ এর অভিযোগ -সময়ের পরিবর্তন 

Reporter Name
প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

লালমোহন প্রতিনিধিঃ লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডস্থ শাওন বাজারের সভাপতি সফিজল হাওলাদারের বিরুদ্ধে কোটি টাকা ও জমি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ কারিরা হলেন,বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী,সিনিয়র সহ সভাপতি বাবুল হাওলাদার, সহ সভাপতি আবুল কালাম পন্ডিত, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া ক্যাশিয়ার কাইয়্যুম সরদার,উপদেষ্টা মোতাহার পাটওয়ারী। এরা অভিযোগ করে জানান, গত ২০১৮ সালে আমরা কমিটির সকলে মিলে এ বাজার প্রতিষ্ঠা করি, এতে সফিজল হাওলাদরকে সভাপতি করে বাজারের নাম রাখি রুপনগর বাজার এতে আমরা সকলে মিলে জমি দিয়ে বাজার প্রতিষ্ঠা করি। পরে সফিজন আমাদের সাথে কোনো পরামর্শ না করে তৎকালীন এমপি শাওনের নামে বাজারের নামকরণ করে সাইনবোর্ড দেয়। আমরা তাতে রাজি না হওয়ায় পরবর্তীতে আমাদেরকে আর জমি ভিটা বিক্রি বা অন্যান্য আয় ব্যায়য়ের হিসাব দিতোনা।তার নিকট হিসাব চাইলে তার ভাতিজা ও ভাই তোফাজ্জলের ক্যাডার বহিনী দিয়ে আমাদেরকে অপমান অপদস্ত করতো। তার একটাই কথা ছিলো তারা ত্যাগী আওয়ামিলীগ সে যা বলতো তাই হইতো।পরবর্তীতে আমরা বাজারে আসলে আমাদেরকে হুমকিধামকি দিতো।
এখন আমরা তার নিকট হিসাব চাইলে হিসাব দেবে বলে টালবাহানা করে এখন আবার বিভিন্ন মহলে উল্টো আমাদের বিরুদ্ধে কথা বলে। বাজারে জমি আমরা নিজেরা দিয়েছি এবং কিছু জমি ক্রয় করে ভরাট করেছি। কথা ছিলো এর আয় ব্যায় আমাদের থাকবে পরবর্তী যে জমি থাকবে সে জমিও কমিটির সকলের নামে থাকরে এ বাজারের ভিটা বিক্রির মোট টাকা ১ কোটি ৬ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায় ৮২ লক্ষ ৭৫ হাজার ৪০ টাকা এর বহিরে একটি টাওয়ার স্থাপন করেছেন সে টাকাও তার নিকট এবং অবশিষ্ট ১ একর ৬০ শতাংশ জমি সে তার নামে নিয়ে নেয়।এখন আমরা কমিটির সকলে মিলে তার নিকট আমাদের প্রায় কোটি টাকা ও ১ একর ৬০ শতাংশ জমির বুঝ চাইলে সে টালবাহানা করায় আমরা তার উপযুক্ত বিচারের দাবি জানাই। এ ঘটনায় সফিজলকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০