দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বসতঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ ছায়েব আলী অভিযোগ করে বলেন, ১০ বছর ধরে ১৬ শতক জমি কিনে তারা বসবাস করে আসছে। ১৫দিন আগে হঠাৎ করে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের শহিদুল্লাহ তার বসতঘরটি ভাঙচুর করে সে নতুন একটি বসতঘর নির্মাণ করে। এসময় ভুক্তভোগীরা বাধা দিলে তাদেরকে মারধর করেন বলেন অভিযোগ করেন। পরে তারা ভোলা হাসপাতালে ভর্তি হোন। এ ঘটনায় আদালতে মামলা চলমান। এ ব্যাপারে শহিদুল্লাহ বলেন, মারধরের বিষয়টি মিথ্যা। ছায়েব আলী গং জমি কিনেছে বিলের মাঝখানে, দখল করেছে রাস্তার পাশের জমিন। এ বিষয় নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ। দৌলতখান থানার (এস আই) জসিম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।