নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ড মুন্সি বাড়িতে জমি বিরোধে পূর্ব শত্রুতার ঝেড়ে দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ২ আগষ্ট বুধবার বিকাল ৩ টায় টাউনহল চত্বরে বরিশাল জেলা শাখার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও লাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় মানববন্ধনের সংবাদ প্রচার করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আসলাম সিকদার বাদী হয়ে মোকাম বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৪৩/ ৪২৭/ ৪৪৭/ ৩২৩ / ৩০৭ /৩৫৪ /৩৭৯/ ৩৮০/৩৫৪/৫০৬ (২) ধারায় ১. হাছান সিকদার, ২. শুভ সিকদার, ৩. নুপুর বেগম. ৪. ইউসুফ সন্যামত, ৫. সুজন সিকদার, ৬. মাসুদ সিকদার, ৭. সখি বেগম, ৮. শাহিন সিকদার, ৯. জুবায়ের সিকদার, ১০. সাফায়েত সিকদার, ১১. পলি বেগম, ১২. পুতুল, ১৩. মিনারাসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে বিবাদী করে ২৪/০৯/২৪ তারিখে একটি মামলা দায়ের করেন। তার জের ধরে অভিযুক্ত হামলাকারী হাছান সিকদার ও মাজেদ সিকদার বিভিন্ন ধরনের প্রাননাশের হুমকি দিয়ে বসতবাড়ী ঘর জ্বালিয়ে দেওয়ার পায়তারা করছেন বলে জানান দৃষ্টি প্রতিবন্ধী আসলাম সিকদার। ভুক্তভোগী পরিবারের দাবী হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হোক।