নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে নগরীর এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল সুফল চন্দ্র গোলদার, প্রধান নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল মোঃ নাজমুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক বিআরটিএ বরিশাল সার্কেল বরিশাল দেবাশীষ বিশ্বাস। এছাড়াও মালিক-শ্রমিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অংশগ্রহনকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।