নাহিদুল ইসলাম নাঈম, চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলা ৪ আসনের বিএনপির মধ্যে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আনতে গণমিছিল করেছে কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ভোলার চরফ্যাশনের মাদ্রাজ বিএনপি। আজ সোমবার সন্ধ্যা মাদ্রাজ কেরামতগঞ্জ বাজার কয়েক হাজার জনগন নিয়ে এই বিক্ষোভ গণমিছিল শেষে পদসভা অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে পদসভায় মাদ্রাজ বিএনপি সাধারণ সম্পাদক ও মাদ্রাজ সাবেক ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন শাহিন মালতিয়া জোড়ালো বক্তব্যে বলেন, ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) স্থানীয় নের্তৃত্বের বিকল্প হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্তাভাজন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক ভোলা-৪আসনের কৃতিসন্তান নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে আমরা মাদ্রাজবাসী ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব।
চরফ্যাশন উপজেলা বিএনপি নির্বাহী সদস্য ফখর উদ্দিন শাহিন মালতিয়া আরো বলেন, বিএনপির ভাইচ চেয়ারম্যান তাকের রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে বীরের বেশে দেশে ফিরে আনতে হবে।
কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই’র প্রসঙ্গ তুলে ধরে বলেন, উন্নয়ন এবং চরফ্যাশনের মাটিতে শান্তি শৃংখলা স্থানীয় নেতৃত্বে বিকল্প হবে না। নয়ন ভাই যাতে ভোলা ৪ চরফ্যাশন-মনপুরা) আসনে নের্তৃত্বে আসতে না পারে সেজন্য একটি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।
ওই সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কোমল, উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া, বিএনপির যুগ্ন সম্পাদক জব্বার খালেদ রিমন, কাজী জাহাঙ্গীর, মাদ্রাজ যুবদল নেতা লুৎফুর রহমান ফুয়াদ মালতিয়া, যুবদল নেতা আল আমিন সিকদার, মাদ্রাজ ছাত্রদল সভাপতি সুমন বক্তৃতা করেন।
অন্যন্য বক্তরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের করে দেশে ফিরের আনার দাবী করেন।