নিজস্ব প্রতিবেদকঃ ভোলার প্রেসক্লাবে হামলার শিকার হলেন ভোরের কাগজের প্রতিনিধি এইচ.এম নাহিদ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কালবেলা পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে এনটিভির প্রতিনিধি আফজালের সঙ্গে বাগবিতণ্ডার পর ঘটনাটি ঘটে। বাগবিতণ্ডার কিছুক্ষণ পর আফজালের শ্যালকসহ কয়েকজন বহিরাগত প্রেসক্লাবে প্রবেশ করে নাহিদের উপর হামলা চালায়। এ সময় আফজাল চেয়ারের সাহায্যে নাহিদের মাথায় আঘাত করেন। হামলার ফলে নাহিদ গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন।
নাহিদের চিকিৎসক জানিয়েছেন, তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে, ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় নাহিদের শ্যালককেও মারধর করা হয়, যার অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বলেন, হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে গণমাধ্যমকর্মী ও অন্যান্য পেশার মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকারী আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নাহিদের পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।