নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলার একমাত্র কর্নধার এস সরফুদ্দিন সান্টু গতকাল এক বার্তায় বলেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, যে বানারীপাড়া-উজিরপুর উপজেলায় আমার কোন ধরনের প্রতিনিধি নেই, কেউ যদি কোন সরকারি বেসরকারি অফিস,স্কুল, কলেজ,মাদ্রাসা সহ যে কোন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমার প্রতিনিধি বলে পরিচয় দেয় আপনারা আমাকে সরাসরি জানাবেন কিংবা সরাসরি আইনগত ব্যবস্থা নিবেন।
তাতে আমার কোন ধরনের আপত্তি থাকবে না। কোন ধরনের চাঁদাবাজি,ধান্দাবাজি,দখলবাজি করলে তার সঠিক প্রমাণ পেলে আমি তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা নিবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করবে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে যারা বহিষ্কার হয়েছে তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে কোনো সম্পর্ক নেই।