নিজস্ব প্রতিবেদকঃ মঠবাড়ীয়া আরামবাগ এর বাসিন্দাদের নিয়ে সামাজিক সংগঠন ‘’ আরামবাগ ভলান্টেয়ারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন” আরামবাগের বাসিন্দা শ্রমজীবি রাছেলের অসুস্থ জনিত কারনে অসহায় হয়ে পরলে এই সংগঠন থেকে অর্থসহায়তা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঠবাড়ীয়া সরকারী কলেজের প্রফেসর মোহসেনুল মান্না, সহ সভাপতি : গৌতম রায়, সাধারন সম্পাদক হাফিজুর রহমান তানভীর হাফিজ , সদস্য জিদান খান, এলাকাবাসীর পক্ষে ছিলেন আ: মালেক মীর, মাহবুবুর রহমান, আবু তালেব, রিপন খান
ইউনূস শরীফ প্রমুখ।