নিজস্ব প্রতিবেদকঃ আজ ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোঃ দিদারুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং৷ অতিরিক্ত পুলিশ সুপার বরিশালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরা। শুরুতে প্রধান অতিথি সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে অতিথিরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।