বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন -সময়ের পরিবর্তন
Reporter Name
প্রকাশিত :
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
নিউজটি শেয়ার করুন
র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদঃ ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই স্লোগান নিয়ে আজ ১১ জুলাই সোমবার সকাল ১০ টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন বরিশাল ডাঃ এস.এম. মঞ্জুর-এ-এলাহী, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ ইকবাল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ বরিশাল মোহাম্মদ আবুল কালামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১০টি ক্যাটাগরীতে বরিশাল জেলার শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ বরিশাল সদর উপজেলা ক্রেস্ট গ্রহণ করেন।