নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে গতকাল রাত ৯টার সময় ফুলেল শুভেচ্ছা জানালেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পূর্বে মহাশ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দের শ্মশান উন্নয়নের দাবির পরিপ্রেক্ষিতে আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, আপনাদের সকল দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে। আপনাদেরকে শহীদ জিয়ার নীতি, দর্শন ও আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এ সময় মজিবর রহমান সরোয়ার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চান। ফুলেল শুভেচ্ছা গ্রহণ কালে শ্মশান নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।