দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে বস্ত্র বিতরণ
কে এম শামছুদ্দোহাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রায় এক হাজার মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বেল ১১টার সময় শহরের সিটি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরিশাল মহানগরের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা সাবেক মেয়র ও হুইপ আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার তার নিজস্ব অর্থায়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারস্বরূপ এ বস্ত্র বিতরণ করেন।
বস্ত্র বিতরণ কালে মজিবর রহমান সরোয়ার বলেন,
পূজা নিয়ে একটি দল রাজনীতি করে ফায়দা নিতে চায়। আমরা তা হতে দেব না, মিলেমিশে উৎসব উদযাপন করবো। সুদূর লন্ডনে থেকেও তারেক রহমানের হৃদয় এই বাংলার সাধারণ মানুষের জন্য কাঁদে, তিনি বাংলাদেশের মানুষের কথা গভীর ভাবে ভাবেন, চিন্তা করেন। বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনার দল এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। পূজায় সারাদেশে তারেক রহমানের নির্দেশেই উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছানো হচ্ছে।
মজিবর রহমান সরোয়ার আরও বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৮০ ভাগ জায়গা আওয়ামী লীগ বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশে হবে না। আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে তারেক রহমানের হাত ধরেই। বস্ত্র বিতরণ কালে হিন্দু সম্প্রদায়ের এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।