সরোয়ার তার নিজস্ব অর্থায়নে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি কাপড় বিতরন কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মজিবর রহমান সরোয়ার। তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার শেবাচিম হাসপাতালে হামলায় আহত সাংবাদিক শাকিল হাওলাদার পাপ্পুকে দেখতে যান। এ সময় অসংখ্য নেতা-কর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
মজিবর রহমান সারোয়ার আছর বাদ নগরীর আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক কাউন্সিলর মীর মোঃ জসিম উদ্দিনের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।