নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ বিল শাখার কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে চলছে একটি বিশেষ চক্রের চক্রান্ত। চক্রান্তকারীরা বাড়তি সুবিধা নিতে তাকে আওয়ামী লীগ সাজানোর অপচেষ্টাও কম করেনি। প্রতিবেশী ভাইকে আত্মীয় বানিয়ে বিল শাখার এই কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে আওয়ামী লীগ বানানোর অপচেষ্টা করছে। যা সরজমিনে তদন্ত হলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। সূত্র জানায়, বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ বিল শাখার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম
দীর্ঘদিন ধরে কর্মস্থলে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তবে বছর খানেক আগের একটি মীমাংসিত বিষয় নিয়ে সম্প্রতি একটি বিশেষ মহলের ধান্দাবাজির শিকার হন রফিকুল ইসলাম। ওই মহলটি তাকে সংবাদপত্রে শিরোনাম করে অনৈতিক সুযোগ সুবিধা এবং কিছু ইনকামের ধান্দা করছে। যা পেছন থেকে একটি মহল কলকাঠি নাড়ছে। রফিকুল ইসলাম একজন সাদাসিধে মানুষ হিসেবে নিজ এলাকায় এবং কর্মস্থলে পরিচিতি লাভ করেছে। এর বাহিরে কোন নেতা কিংবা প্রভাবশালী কোন ব্যক্তির প্রভাব খাটিয়ে বাড়তি সুবিধা নেয়ার লোক রফিকুল ইসলাম নয় বলে নিজ এলাকা এবং কর্মস্থলে সবার মুখে মুখে। রফিকুল ইসলাম ইতিমধ্যে সংবাদপত্রে প্রকাশিত তার বিরুদ্ধে মনগড়া আনিত অভিযোগের জোর প্রতিবাদ করেছেন। কেননা তিনি নিয়মের বাহিরে কোন কিছুর সাথে জড়িত নয়। রফিকুল ইসলাম সততা এবং আদর্শের সাথে চাকুরি করছে বলে তার ভাষ্য। রফিকুল ইসলাম ইতিমধ্যে সকল বিষয়ে তার ঊর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, অগ্রিম বিলের ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বয় করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যার অনুলিপিও নির্দিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এখন অফিসিয়াল নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবুও একটি মহল বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করতে নানা তৎপরতায় লিপ্ত রয়েছে। রফিকুল ইসলাম এ সমস্ত অপতৎপরতা রোধে প্রশাসন, সাংবাদিক, নিজ দপ্তর এবং সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।