ডেস্ক রিপোর্টঃ ঝালকাঠির নলছিটি সুবিদপুর তালতলা মহিলা আলিম মাদরাসার অফিস কক্ষ ও নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বাদ এশার নামাজ পরবর্তীতে এ ঘটনা ঘটে।
এতে মাদ্রাসার কাগজপত্র এবং নির্মাণাধীন ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে তাৎক্ষণিক জানা গেছে। সূত্র জানায় ওই হামলার সাথে জড়িত স্থানীয় সন্ত্রাসী দুলাল, সামসের মেম্বর ও পিন্টুর নেতৃত্বে ১০/১২ জন মিলে মাদরাসার অফিস কক্ষ ভাঙচুর করে কাগজপত্র নিয়ে যায় এবং মাদ্রাসার বারান্দার
নির্মাণাধীন স্থাপনা হামার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়।
হামলার সময় স্থানীয়রা এবং বাজারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে। তবে সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় কেউ বাধা দিতে সাহস করেনি। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষর কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যা শুনেছেন তা সত্য, এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছি।