নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে হাতিম ফার্নিচারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। আধুনিক ও রুচিশীল সব ডিজাইন নিয়ে ফার্নিচার জগতের নান্দনিক রুপে বরিশালের প্রানকেন্দ্রে যাত্রা শুরু করলো “হাতিম ফার্নিচার”।আজ২৩ শে আগষ্ট শনিবার বিকেল ৫ ঘটিকায় নগরীর সিএন্ডবি রোড ১নং পুল সংলগ্ন এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু করলো প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবায়দুল হক চাঁন সভাপতি দি বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস,বরিশাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এ. কে এম মুরতজা আবেদীন জজ কোর্ট, বরিশাল। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন আলী আজগর চেয়ারম্যান হাতিম ফার্নিচার। উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেসার্স ফার্নিচার কিং এর প্রোঃ নুরুননবী সুমন এবং কামাল হোসেন ডেপুটি জেনারেল ম্যানেজার হাতিম ফার্নিচার। অনুষ্ঠানটি উপস্থাপনের দায়িত্ব পালন করেন সোহাগ মিয়া সিনিয়র মার্কেটিং ম্যানেজার হাতিম ফার্নিচার।