নিজস্ব প্রতিবেদঃ বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মোহাম্মদ আনোয়ার এর কারিশমায় উজ্জীবিত স্বেচ্ছাসেবক দল। বিগত দিনের ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা আর কর্মীদের পাশে থাকা এই নেতা বর্তমানেও দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। যাতে করে ইতিমধ্যে খান মোহাম্মদ আনোয়ার কর্মীবান্ধব নেতা হয়ে উঠেছে। কর্মী সমর্থকদের হৃদয়ের স্থান পেয়ে প্রশংসা কুরিয়েছে একের পর এক। স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান বলেন, খান মোহাম্মদ আনোয়ার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, প্রতিনিয়ত কর্মীদের খোঁজখবর নেয়া এখন পেশা থেকে নেশায় পরিণত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মোহাম্মদ আনোয়ার বলেন, রাজনীতিতে যখন নেমেছি তখন থেকেই দলের জন্য জীবন উৎসর্গ করেছি।বাকি জীবনটাও সুখ দুঃখের সাথী হয়ে দলের পাশে থাকতে চাই। আমার প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশ জীবনের বিনিময়ে হলেও পালন করবো – ইনশাআল্লাহ।