ডেস্ক রিপোর্টঃ পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী-সন্তানের হুমকির পরিপ্রেক্ষিতে থানা পুলিশকে অবহিত করলেন সাংবাদিক মোঃ আজির উদ্দিন। থানায় জিডি দাখিল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার বুবরাপুর গ্রামের জমসেদ আলীর ছেলে আজির উদ্দিন। বর্তমানে সিলেট জালালাবাদ থানার ছফি সেন্টারের ওপজিটে বাসার ২য় তলা, গ্রাম-শিবেরবাজার, ২নং ওয়ার্ড হাটখোলা বসবাস করেন। আজির উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে তার স্ত্রী হেপী বেগম এবং সন্তান সাদিকুর রহমানের সাথে মামলা চলে আসছে। ওই মামলার ১নং বিবাদী হেপী বেগম ও তার ছেলে ২নং বিবাদী মো: সাদিকুর রহমান মামলা তুলে নিতে মামলার বাদী আজির উদ্দিনকে বিভিন্ন হুমকি-ধামকী এবং ভয়-ভীতি দেখাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে আজির উদ্দিন মামলা তুলে না নিলে, তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জেলায় আছে, তাদের দিয়ে যে কোনো জেলা বা যে কোনো থানায় অন্য ১জন কে বাদী করে আজির উদ্দিনের নামে মিথ্যা নারী নির্যাতন, ধর্ষন মামলা এমনকি ডাকাতি মামলার আসামী করবে বলেও হুমকী দিয়ে আসছে। এ ব্যাপারে আজির উদ্দিন সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় জিডির আবেদন করেছেন যাহার ট্র্যাকিং নং: ZAB2S4।