সংবর্ধনায় সিক্ত হলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন -সময়ের পরিবর্তন
Reporter Name
প্রকাশিত :
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদকঃ ফুলেল শুভেচ্ছা আর সংবর্ধনায় সিক্ত হলেন বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে অবস্থিত পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন। বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত বিদ্যালয়ের এ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের গতকাল (১৪ জুলাই) স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদ্যালয়ের সভাপতি, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মনিরুজ্জামান মনির। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।