বরিশাল রায়পাশা-কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আলহাজ্ব নুরুল আমিন -সময়ের পরিবর্তন
Reporter Name
প্রকাশিত :
বুধবার, ৯ জুলাই, ২০২৫
নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদঃ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে অবস্থিত ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পরে এবার পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন। গত ৮জুলাই বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। আলহাজ্ব নুরুল আমিন স্কুল,কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। যা দক্ষতার সাথে পরিচালনায় তিনি ইতিমধ্যেই সর্বত্র সুনাম কুড়িয়েছেন। আলহাজ্ব নুরুল আমিন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য। এদিকে নব-গঠিত কমিটিতে আলহাজ্ব নুরুল আমিনকে সভাপতি মনোনীত করায় পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ তাকে অভিনন্দন ও স্বাগত জানান।