বিএনপির সদস্য হওয়া গৌরবের -মজিবর রহমান সরোয়ার
কে এম শামছুদ্দোহাঃ বরিশাল বিভাগের ছয় জেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (২৮জুন) শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পুরো বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির কেন্দ্রীয় সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু।আব্দুল আউয়াল মিন্টু বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারেন।
তিনি বলেন, ‘নতুন সদস্য বাড়ানো না হলে বিএনপি দেশের সবচেয়ে বড় দলের আধিপত্য থাকবে না। যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীলরা তারাই বিএনপির সদস্য হতে পারবেন। সদস্য সংগ্রহে যারা দায়িত্ব নিয়েছেন এবং পেয়েছেন, ২ মাস পড়ে দেখবো জেলায় জেলায় কতটা সদস্য বাড়ল।তিনি আরও বলেন, ‘আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর বিএনপিতে অনেক প্রার্থীর ভিড়ে বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে। কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা, সাবেক হুইপ ও মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার, ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, তারিকুল আলম তেনজিং প্রমুখ। এ্যাড. মজিবর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, সদস্য সংগ্রহ করার সময় আমাদের অগ্রাধিকার থাকবে তরুণরদের বিষয়ে, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেছে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিল এবং এলাকায় যারা সজ্জন ক্লিন ইমেজের তরুণ রয়েছে তাদেরকে সদস্য করার জন্য। বিএনপির সদস্য হওয়া গৌরবের, এ মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ বিএনপির রাজনীতি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তরুণ প্রজন্ম বিএনপির সাথে যুক্ত হবে বলে আমরা আশাবাদী। এছাড়াও মজিবর রহমান সরোয়ার নতুন সদস্য গ্রহণ কার্যক্রমের মধ্য দিয়ে দলের সকল নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে দলকে আরো সু-সংগঠিত করার আহ্বান জানান। উৎসবমুখর এ অনুষ্ঠানে ছয় জেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সারা দেশের জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিবকে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনায় বলা হয়, স্থানীয়ভাবে প্রাথমিক সদস্য ফরম ছাপানো কড়াকড়িভাবে নিষিদ্ধ। বিএনপি চেয়ারপার্সনের স্বাক্ষর সম্বলিত সদস্য বই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রাথমিক সদস্য নবায়ন অথবা নতুন সদস্য ফরম পূরণ করে ফরমের অফিসের অংশটুকু কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। বাংলাদেশের নাগরিক নারী অথবা পুরুষ বিএনপির সদস্য লাভের যোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক সদস্যের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। নিষিদ্ধ সংগঠন, সমাজবিরোধী এবং সন্ত্রাসীরা দলের সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।