নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের মধ্য কড়াপুর সরকারী প্রথমিক বিদ্যালয় সংলগ্ন খালে ব্রীজ নির্মানের খোঁড়া অজুহাতে ১ বছর পূর্বে বাঁধ নির্মাণে হাজার হাজার মানুষ আজ জনদুর্ভোগের শিকার। জন গুরুত্বপূর্ণ খালটি অত্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ভরসা। সেতু নির্মাণের আশায় বাঁধ দিয়ে রেখেছে ঠিকই অথচ দেখা গেছে সেতুও হচ্ছে না, বাঁধও কাটছেনা। এতে পানি নিষ্কাশন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। জনদুর্ভোগ লাগবে এবং ফসলী জমি রক্ষা করতে বাঁধটি দ্রুত অপসারণ করা জরুরী। না হয় এলাকার ফসলি জমিতে ফসল উৎপাদন ব্যাপক হারে ব্যাহত হবে। অপরদিকে তলিয়ে যাচ্ছে নিম্ন স্থানের বাড়ি-ঘর। পচা দুর্গন্ধযুক্ত পানিতে মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে পানিবাহিত রোগ। ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে ইতিমধ্যেই প্রতিকার চেয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিতভাবে অবহিত করেছেন বলে প্রতিবেদককে জানান। তারা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে নির্বাহী কর্মকর্তা তাদের সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।