নিজস্ব প্রতিবেদকঃ অসুস্থ কেন্দ্রীয় যুবদলের সদস্য, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ মইনুদ্দিন রুবেলকে ঢাকা স্কয়ার হাসপাতালে আজ দেখতে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার। এ সময় মজিবর রহমান সরোয়ার মইনুদ্দিন রুবেলের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। মজিবর রহমান সরোয়ার এর সাথে হাসপাতালে গিয়েছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম খান রেজা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান অভি, মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিঠু, বরিশাল পলিটেকনিক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাবাব হোসেন জিশান, প্রমুখ।