৩১মে, (শনিবার) সকাল সাড়ে দশটায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিকেল ৫টায় সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার। মজিবর রহমান সরোয়ার আগামী ৩১ মে’র কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি নিয়ে কোন দলাদলি চলবে না। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি গুলোতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।মজিবর রহমান সরোয়ার সকল মতভেদ ভুলে আগমী ৩১মে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচীতে অংশগ্রহণ করে সফল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। সভায় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।