আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন
Reporter Name
/ ৩৭
জন পড়েছেন
প্রকাশিত :
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
নিউজটি শেয়ার করুন
আলহাজ্ব নুরুল আমিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, আমিন জুয়েলার্স প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্ভেজাল স্বর্ণ বিক্রি করতে প্রতিজ্ঞাবদ্ধ।
কে এম শামছুদ্দোহা ॥ দোয়া অনুষ্ঠান ও ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো আমিন জুয়েলার্স বরিশাল’র ২য় শো-রুম। পহেলা বৈশাখ, ১৪ এপ্রিল, (সোমবার) সকাল ১০টায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথ চলার শুভ সূচনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশালের প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব মাওঃ শরফ উদ্দিন বেগ। পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক হুইপ ও মেয়র, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার ফিতা কেটে আমিন জুয়েলার্সের ২য় শো-রুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫ হাজার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা ও দোয়া জানাতে উপস্থিত হয়েছিলেন সাবেক সাংসদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহবায় মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা এডভোকেট মজিবর রহমান নান্টু, এডভোকেট আখতার হোসেন তালুকদার মেবুল, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বাস এন্ড কোং এর মালিক আলহাজ্ব আব্দুর রব বিশ্বাস, এমইপি কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর ডা: আল আমিন চাকলাদার ও বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ এর সভাপতি কে এম শামছুদ্দোহা। তাছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন গণমাধ্যম, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বরিশাল বিভাগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমিন জুয়েলার্স আদি প্রতিষ্ঠান। আমিন জুয়েলার্স প্রতিষ্ঠালগ্ন থেকেই নির্ভেজাল স্বর্ণ বিক্রি করতে প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি দেশের রাজস্ব বাড়াতে সোনা চোরাকারবারি ও হুন্ডি ব্যবসা ঠেকাতেও আমরা সর্বোচ্চ সোচ্চার রয়েছি। আলহাজ্ব নুরুল আমিন বাকি জীবনেও যাতে সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেছেন।