মানবতার ফেরিওয়ালা দানবীর আলহাজ্ব নুরুল আমিন -সময়ের পরিবর্তন
Reporter Name
/ ৫৮
জন পড়েছেন
প্রকাশিত :
শনিবার, ২৯ মার্চ, ২০২৫
নিউজটি শেয়ার করুন
কে এম শামছুদ্দোহাঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী, ছিন্নমুল,অসহায় ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে এসেছেন মানবতার ফেরিওয়ালা দানবীর আলহাজ্ব নুরুল আমিন। ২৮ মার্চ ২৭ রমজান (শুক্রবার) সকালে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর নিজ গ্রামে চেয়ারম্যান বাড়ীতে ঈদ উপহার হিসাবে আমিন ইসলামী সমাজ কল্যাণ সংসদ’র উদ্দ্যোগে বরিশাল আমিন জুয়েলার্স’র সৌজন্যে ২হাজার বিভিন্ন শ্রেণী পেশার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আলহাজ্ব নুরুল আমিন । বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বরিশাল বিভাগ’র সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ্ব নুরুল আমিন পুরো রমজান মাস জুড়ে বরিশালে বিভিন্ন মানুষের মাঝে চিকিৎসা সহায়তা থেকে শুরু করে নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। সাহায্য সহযোগিতা প্রদানের প্রচার বিমুখ এই মানুষটি মিডিয়া কর্মীদের এড়িয়ে থাকতে চাইলেও মিডিয়া কর্মীরা তাকে এড়িয়ে থাকতে দেয়নি। ঈদের পূর্ব মুহূর্তে শাড়ি-লুঙ্গি এবং সাহায্য সহযোগিতা পেয়ে অসহায় মানুষগুলো খুশিতে আত্মহারা হয়ে চেহারায় আরেক ঈদের ছাপ ফেলেছে। যা ছিল এক ভালো লাগার মুহূর্ত। শাড়ি-লুঙ্গি প্রদান শেষে আলহাজ্ব নুরুল আমিন প্রতিবেদককে বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ অস্বচ্ছ মানুষের মাঝে ছড়িয়ে দিতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর দিক বিবেচনা করে কিছু করার চেষ্টা অব্যাহত রেখেছি। সারা বছরই গরিব দুঃখী মানুষের জন্য সাধ্য অনুযায়ী আমার এ চেষ্টা অব্যাহত থাকবে -ইনশাআল্লাহ। কাপড় বিতরণ কালে সমাজের সকল বৃত্ত শীলদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান আলহাজ্ব নুরুল আমিন। কাপড় বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জনতার চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব মনিরুজ্জামান।