কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থদের জন্য রাজকীয় সৌদি আরব সরকারের কোরবানির দুম্বার গোস্ত বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দেশিকা অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণের কথা থাকলেও সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে সদ্য যোগদানকৃত পিআইও মো. মোকসেদুল আলম তার বন্ধু ও স্থানীয় প্রভাবশালীদের মাঝে এই গোস্ত বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে কলাপাড়ায় ৩৩ কার্টুন (৬৬০ কেজি) গোস্ত বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী, এটি দরিদ্র, অতিদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করার কথা। কিন্তু মধ্যরাতে সিপিপি কর্মকর্তার কার্যালয় থেকে প্রভাবশালী ব্যক্তিদের ও পিআইও’র বন্ধুবান্ধবের মাঝে এসব গোস্ত বিতরণ করা হয়।
এ নিয়ে স্থানীয় নাগরিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে। সুজনের কলাপাড়া শাখার সভাপতি শামসুল আলম বলেন, “দুস্থদের জন্য বরাদ্দকৃত গোস্ত এভাবে বিতরণ অন্যায় এবং দায়িত্বহীনতার উদাহরণ।”
অন্যদিকে পিআইও মো. মোকসেদুল আলম দাবি করেছেন, “সবকিছু যথাযথ নিয়ম মেনেই করা হয়েছে।” তবে বিতরণের তালিকা এখনো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কার্যালয়।
নাগরিক সমাজ অনিয়মের এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।