স্টাফ রিপোর্টার, ভোলাঃ ভোলায় আলু ও পেঁয়াজসহ নিত্যপণ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের সামনে আজ সোমবার বেলা ১১ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলার শাখার আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে ক্যাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভোলা জেলা সভাপতি মো: সুলাইমান, সাধারন সম্পাদক শাহাজাদী জাহান, নির্বাহী সদস্য আবু হোসেন, কবি মহিউদ্দিন ও আবু তাহের লিটনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বর্তমানে ভোলায় আলু ও পেঁয়াজসহ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি রয়েছে। দূর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু ও পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধির ফলে এই দুইটি পণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাহিরে অনেকটাই চলে গেছে। এছাড়াও আইনে নিষিদ্ধ খোলা ভোজ্যে তৈল ড্রামে বিক্রি করা হচ্ছে। আমরা এসববের প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও দ্রুত আলু ও পেঁয়াজসহ নিত্যপন্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবী জানান।
মো. জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার, ভোলা
01718119765