কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর ২০২৪ তারিখ কলাপাড়া পৌর এলাকার সোসাইটি মার্কেট, ৬ নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।ওয়ার্ড বি এন পির সভাপতি আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন করেন গাজী মোঃ ফারুক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু যুগ্ম সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বি এন পি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও
সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক,কামরুজ্জামান কাজল তালুকদার,উপজেলা যুবদলের আহ’বায়ক ম. হারুন অর রশিদ।
এ ছাড়াও বিশেষ অতিথি তারেক আমান সুমন, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি,
মিসেস লিলি বেগম সভাপতি কলাপাড়া উপজেলা বি এন পি, মহিলা বিষয়ক সম্পাদক
নার্গিস আক্তার, ওয়ার্ড যুবদলের সিঃ সভাপতি ম.আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দীন রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর যুবদল,সজল বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক, কলাপাড়া উপজেলা যুবদল, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, আহ্বায়ক, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল
ম. শোয়েবুর রহমান সোয়েব সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর শ্রমিক দল
এস এম সামুয়েল হক তানিম, যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল কলাপাড়া।
সমাবেশে বক্তারা দলের ঐক্য, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ’বান জানান। এই সমাবেশের মাধ্যমে দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে দেশ রক্ষায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোষরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।