মঠবাড়িয়া প্রতিনিধঃ মঠবাড়িয়ার বহেরাতলা কুয়েত প্রবাসী হাসপাতাল গেট সংলগ্ন আকন ভ্যারাইটিজ স্টোরে ১৩ ই নভেম্বর ২০২৪ তারিখে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার আনুমানিক দুপুর ০১:৫০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে একটু দেরিতে পৌঁছালেও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। দোকানটির মালিক প্রোপাইটার মোঃ শাহিন আকন ও স্থানীয় অন্যান্য সকলের সাথে কথা বলে গেছে যে, উক্ত অগ্নিকান্ডে দোকান মালিকের আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।