নাহিদুল ইসলাম নাঈম, চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন মহিলা কলেজের রূপরেখা পরিবর্তন। শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের ফুলেল ভালবাসা সিক্ত সদ্যযোগদান কৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু। রবিবার ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুকে সংবর্ধনা প্রদান করেন।
বরিশাল বিভাগের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফাতেমা মতিন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকে লেখাপড়ার মানবৃদ্ধি, বন্ধ থাকা লাইব্রেরিসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড চালু হওয়া শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এই নতুন অধ্যক্ষের ভুয়াসি প্রশংসা করেন। শিক্ষকেরা বলেন, স্যার যোগদানের পর তার কর্ম দক্ষতা শিক্ষক ও কর্মচারীরা নড়েচড়ে বসেছে।মহিউদ্দিন বাচ্চু যোগদানে অনেকর ক্ষতি হলেও কলেজ ও শিক্ষার্থীদের উন্নয়নে তার কঠোর ভূমিক সর্ব মহলে প্রশংসার দাবীদার। কলেজ মূল ফটকের ব্যবসায়ীরা বলেন, ঐতিহ্যবাহী মহিলা কলেজ যারা এতোদিন অধ্যকের দায়িত্ব পালন করেছেন তারা ব্যর্থরা পরিচয় দিয়েছেন। বাচ্চু স্যার অধ্যক্ষ হিসেবে যোগদানের পর মূল ফটক(গেট)টি অবশেষে খোলা হয়েছে। শিক্ষার্থীরা এই গেটটি দিয়ে যাতায়াত করছে। কলেজের সৌন্দয্য বৃদ্ধি পেয়েছে।
শিক্ষার্থীরা বলেন, এতোদিন কলেজ ছাত্রী মিলনায়তনটি ময়লা আর্বজনা এবং লাইব্রেরি বন্ধ থাকায় আমরা অবসর সময় কাটাতে হিমশিম খেতে হচ্ছে। বাচ্চু স্যারে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর কলেজের রুপরেখাই পরিবর্তন হয়েছে।কলেজের সামনের মাঠ পরিস্কার পরিচ্ছন্ন, ক্লাসরুমগুলো এখন জকজকে ক্লাস করতে ভালো লাগছে।
সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু বলেন,যোগদানের দিন থেকে শিক্ষক,কর্মচারী এবং শিক্ষার্থীদের সংবর্ধণা আমাকে কাজের উৎস বাড়ি দিয়েছে। আমার জীবনের সর্বচ্চটুকু দিয়ে শিক্ষকদের সমন্বয়ে আমি কলেজ উন্নয়নে কাজ করব। অকেজো রুমগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে বিতরে এবং বাহিরে রং দিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি করেছি। আমার স্বপ্ন এই কলেজটি মডেল মহিলা মহাবিদ্যালয় করার চেষ্টা অব্যাহত থাকবে। মনোরম পরিবেশ ও সৌন্দর্য্যরে প্রাণকেন্দ্র হিসেবে এই কলেজটি সিকৃতি পাবে।
ছবি ঃ সংযুক্ত
ক্যাপশন ঃ চরফ্যাশনে মহিল কলেজ নয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুকে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান