খবর বিজ্ঞপ্তিঃ ১৫ নভেম্বর ২০২৪ তারিখ ২৩২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় যৌথ অভিযান পরিচালনার নিমিত্তে লেঃ কমান্ডার এম ওমর ফারুক (সি), বিসিজিএম, বিএন (পি নং ২০৬৫) এর নেতৃত্বে ১৫ সদস্যের ০১টি (০১+১৪) টহল দল ০৩টি সিভিল মাইক্রোযোগে মাদক উদ্ধার অভিযানে ভোলা জেলার শশীভূশন থানার এওয়াজপুর এলাকার উদ্দেশ্যে গমন করে। অতঃপর শশীভূশন থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মাঝি (৩৭), পিতাঃ হাজী মোহাম্মদ আলী মাঝি (গ্রামঃ এওয়াজপুর, ০৪ নং ওয়ার্ড, ১৩ নং এওয়াজপুর ইউনিয়ন, থানাঃ শশীভূশন, জেলাঃ ভোলা) ও মোঃ সিদ্দিক মোল্লা (২৫) পিতাঃ নুর ইসলাম মোল্লা (গ্রামঃ এওয়াজপুর, ০৪ নং ওয়ার্ড, ১৩ নং এওয়াজপুর ইউনিয়ন থানাঃ শশীভূশন, জেলাঃ ভোলা) কে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন জায়গা থেকে ১৫৯৫ পিছ ইয়াবা, ০১ কেজি গাঁজা, মোবাইল সেট ০২টি, মোটর সাইকেল ০১ টি, নগদ টাকা ৪৫ হাজার ০১ শত উদ্ধার করা হয়। অতঃপর ০২৩০ ঘটিকায় অভিযান শেষে উক্ত মাদক ব্যবসায়ীদের ক্যাম্পে নিয়ে আসা হয় এবং অদ্য শশীভূশন থানায় হস্তান্তর করা হবে। আটককৃতদের নামে শশীভূশন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।