নাহিদুল ইসলাম নাঈম, চরফ্যাশন প্রতিনিধিঃ
গার্ল গাইডিং হলো একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলন। স্বাস্থ্য ও চরিত্র গঠনে এবং মানবিক গুণাবলি বিকাশে এবং সুন্দর মনের অধিকারী হতে হলে গার্লস গাইডের বিকল্প নেই। এ সকল কাজে শিক্ষার্থীদেরকে উদ্ভুদ্ধ করতে ভোলার চরফ্যাশনে হলদে পাখি, গার্ল গাইডস ও রেঞ্জার গ্রুপের দীক্ষা কর্মসূচি অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। গতকাল শনিবার সকাল ১০টায় চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করেন।
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা ও উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের সভাপতি সামছুন নাহার স্নিদ্ধার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নওরীন হকের অনুপুস্থিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রসূলপুর নাজিম উদ্দিন আলম ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ফাতেমা মতিন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসেম উদ্দিন, সহকারি শিক্ষাকর্মকর্তা (এটিও) মোঃ শফিকুল ইসলাম, ভোলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্য সচিব শরমিন জাহান, মহিলা কলেজ শরীরর্চ্চার শিক্ষক অঞ্জনাসহ বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক গার্ল গাইডস্ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসকল শিক্ষার্থীদেরকে গাইড টেস্ট কার্ড এবং বাংলাদেশ নামক বেইজ পড়িয়ে দেয়া হয়।