চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থকদের উদ্যোগে জাতীয় বিপ্লবী ও যুবসংহতি দিবস উপলক্ষে জনসভা রূপে রুপান্তিত হয়েছে। গতকাল ঐতিহাসিক ৭নভেম্বর বিকেল ৪টায় চরফ্যাশন সদর এই যুব সংহতি দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়। সভা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাব সেক্রেটারী শহীদুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিএনপির নেতা নাছির আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সহসভাপতি আ.ন.ম আমিনুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সভাপতি আশরাফু রহমান দিপু ফরাজী,সেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন সায়েদ, শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী মর্তূজা, সদস্য সচিব জাহান সিকদার, পৌর যুবদলের সভাপতি সৈকত মালতিয়া,সেক্রেটারী মোঃ সেলিম হাওলাদার, উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ সোহাগ, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি ছপল বক্তৃতা করেন। ওই সময় বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।