নাহিদুল ইসলাম নাঈম, চরফ্যাশন প্রতিনিধিঃ
বরিশাল বিভাগের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সদরে অবস্থিত ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বাংলা বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন বাচ্চু যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার( ৫নভেম্বর) শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলের তোড়ন দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়।
ফাতেমা মতিন মহাবিদ্যালয় গভানিং বডির সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নওরীন হক সোমবার (৪নভেম্বর/২৪ইং) তারিখে স্বাক্ষরিত চিঠিতে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ না থাকায় উক্ত কলেজ সহকারী অধ্যাপক মহিউদ্দিন (বাংলা)কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন করে মহিউদ্দিন বাচ্চু ইউএনও মহাদয়কে ধন্যবাদ জানিয়ে কালের কন্ঠকে বলেন, দীর্ঘদিনের স্বপ্ন সরকারী বিধি মোতাবেক অবশেষে আল্লাহপাক পুরুণ করেছেন। কোন বিবেদ নয় এক পরিবারের মত আমি সকল শিক্ষকদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া মান বৃদ্ধি এবং কলেজ উন্নয়নে কঠোর ভূমিকা পালন করব। বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম আরো বৃদ্ধি পাবে ইনসাল্লাহ।