• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারী গৌরনদীর রিয়াদ -সময়ের পরিবর্তন বরিশালে এম ই পি গ্রুপে’র কারখানায় হামলায় ও ভাঙচুরের ঘটনায় ৯জনের কারাদণ্ড -সময়ের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় -শ্রমিক সমাবেশে তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর নাতি আব্দুল্লাহ’র ইন্তেকাল -সময়ের পরিবর্তন সৎ নেতৃত্বে সুন্দর দেশ -সময়ের পরিবর্তন বরিশালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  আমি মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করেছি সেখানে পার্ক করা হয়েছে -সরোয়ার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  গৌরনদীতে প্রবাসী সেলিম মোল্লার বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট -সময়ের পরিবর্তন  আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন 

ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা! -সময়ের পরিবর্তন 

Reporter Name / ৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহনে ট্যাক্স পরিশোধ না করতে না পারায় মার্কেটের সামনে ময়লা ফেলে রাখার অভিযোগ উঠেছে পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে।মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের ইউসুফ প্লাজার প্রধান ফটকে ময়লার স্তূপ দেখা গেছে। অবশেষে আজ বুধবার দুপুরে ওই ময়লাগুলো সরিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
ইউসুফ প্লাজার মালিক হাজী ইউসুফ মিয়া জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। মার্কেটের সামনে ময়লার স্তূপের বিষয়টি এক ভাড়াটিয়া ফোন দিয়ে জানিয়েছেন। পরে পৌরসভার কর্তৃপক্ষ কে ট্যাক্স পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
ইউসুফ প্লাজার একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের মূল ফটকে ময়লা স্তূপ করে রাখা হয়েছিল। ফলে নাক চেপে ধরে দোকানে ঢুকতে বাধ্য হয়েছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ট্যাক্সের জন্য নয়, ড্রেন পরিস্কার করে বাজারের দোকানের সামনে ময়লা স্তুপ করে রাখেন সুইপাররা। কোনো দোকানী টাকা দিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লা সরানো হয়। টাকা না দিলে দোকানের সামনেই পড়ে থাকে ময়লাগুলো। ফলে দুর্গন্ধে ক্রেতা-বিক্রতা ও পথচারীরা অতিষ্ট হয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ট্যাক্সের জন্য নয়, সুইপাররা পরিস্কার করতে গিয়ে ময়লাগুলো রেখেছিল। সেগুলো আজ সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে পৌরসভা কর্তৃপক্ষের এমন কান্ডে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। পৌরবাসীর মতে, পৌরসভার সকল সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। তবে পৌর ট্যাক্স ঠিকমতো পরিশোধ করতে হয় বাসিন্দাদের।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর