• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী কমার্শিয়াাল ফোরাম এর কেন্দ্রীয় সেক্রেটারী গৌরনদীর রিয়াদ -সময়ের পরিবর্তন বরিশালে এম ই পি গ্রুপে’র কারখানায় হামলায় ও ভাঙচুরের ঘটনায় ৯জনের কারাদণ্ড -সময়ের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয় -শ্রমিক সমাবেশে তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন এর নাতি আব্দুল্লাহ’র ইন্তেকাল -সময়ের পরিবর্তন সৎ নেতৃত্বে সুন্দর দেশ -সময়ের পরিবর্তন বরিশালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  আমি মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করেছি সেখানে পার্ক করা হয়েছে -সরোয়ার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন -সময়ের পরিবর্তন  গৌরনদীতে প্রবাসী সেলিম মোল্লার বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট -সময়ের পরিবর্তন  আমিন জুয়েলার্স এর ২য় শো-রুমের শুভ উদ্বোধন করলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার -সময়ের পরিবর্তন 

বরিশালের বিএনপি নেতা সুজন বহিষ্কার, ক্ষোভে ফের দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িতে হামলা -সময়ের পরিবর্তন

Reporter Name / ৭০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ড দৃষ্টি প্রতিবন্ধী আসলাম সিকদারের বসতবাড়ীতে হামলা চালিয়েছে সদ্য বহিষ্কৃত ওয়ার্ড বিএনপি নেতা মাজেদ সিকদার সুজন। ২৭ অক্টোবর (রবিবার) দুপুর এ ঘটনা ঘটে।জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। সরকার পতনের পরপরই সন্ত্রাসী বাহিনি নিয়ে ৬ আগষ্ট জমি দখলের উদ্দেশ্যে দৃষ্টি প্রতিবন্ধী আসলাম সিকদারের বাড়ীতে দেয়াল নির্মাণের কাজ চালায়। এতে বাঁধাগ্রস্ত হলে হামলা-ভাঙচুর-লুটপাট এবং একাধিক লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করেন মাজেদ সিকদার সুজন, হাসান সিকদারসহ আরও অনেকে। এ নিয়ে একাধিক পত্রিকায় হামলার সংবাদ প্রকাশ হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আসলাম সিকদার মোকাম বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৪৩/ ৪২৭/ ৪৪৭/ ৩২৩ / ৩০৭ /৩৫৪ /৩৭৯/ ৩৮০/৩৫৪/৫০৬ (২) ধারায় ১. হাছান সিকদার, ২. শুভ সিকদার, ৩. নুপুর বেগম. ৪. ইউসুফ সন্যামত, ৫. সুজন সিকদার, ৬. মাসুদ সিকদার, ৭. সখি বেগম, ৮. শাহিন সিকদার, ৯. জুবায়ের সিকদার, ১০. সাফায়েত সিকদার, ১১. পলি বেগম, ১২. পুতুল, ১৩. মিনারাসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে বিবাদী করে ২৪/০৯/২৪ তারিখে একটি মামলা দায়ের করেন। সর্বশেষ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান জানান ফারুক ও সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়ার সাক্ষরিত প্যাডে হামলাকারী ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা আঃ মাজেদ সিকদার সুজনকে ২৬ অক্টোবর শনিবার বহিষ্কার করা হয়। তার জের ধরে ২৭ অক্টোবর রবিবার দুপুরে ফের দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ীতে হমলা চালায় সদ্য বহিষ্কৃত মাজেদ সিকদার সুজন। এ বিষয় ভুক্তভোগীর পরিবার কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কোতোয়ালি মডেল থানার এসআই পার্থ জানান, আমি তো থানায় নেই, এসে অভিযোগ কপিটি দেখবো। তারপর প্রয়োজনীয় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরও খবর

পুরাতন খবর